সাতক্ষীরায় হবে ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র

বর্জ্য বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, মন্ত্রিসভা কমিটি, আ হ ম মুস্তফা কামাল,
প্রতীকী ছবি/সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সাতক্ষীরা জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সংবাদ সম্মেলন করেন।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সাতক্ষীরা  জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে সাসটেইনেবল এনার্জি ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩ দশমিক ৫২৫ টাকা হিসেবে আনুমানিক ৫ হাজার ৬৮৭ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া নোয়াখালী সদর উপজেলায় ১০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে তিনটি কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ দশমিক ০১৭ টাকা হিসেবে আনুমানিক ৩৫৭ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।

তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অসমাপ্ত কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়নাধীন 'মুজিব থেকে বঙ্গবন্ধু' শিরোনামে সিক্রেট ডকুমেন্ট অবলম্বনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ কাজের মেয়াদ এ বছরের ১৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগরতলা ষড়যন্ত্র মামলার ওপর ভিত্তি করে ড্রামা ও ওয়েব সিরিজ 'স্বাধীনতা বীর সন্তান' শিরোনামে স্পেশাল ডকুমেন্টরি অন মারটাইয়ার্ড ইনটেলেকটুয়াল নির্মাণ কর্মসূচির মেয়াদ এ বছরের ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago