স্লিপার খুলে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা

দেখার পর তাৎক্ষণিক ব্রেক করেন ট্রেনটির চালক।
রেললাইনের উপর স্লিপার ফেলে রেখেছিল দুর্বৃত্তরা
রেললাইনের উপর স্লিপার ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

জেলার বিরামপুর উপজেলায় অল্পের জন্য ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পাবর্তীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস। রেললাইনের স্লিপার খুলে তা লাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। এটি দেখার পর তাৎক্ষণিক ব্রেক করেন ট্রেনটির চালক।

এতে করে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান ট্রেনটির শতাধিক যাত্রী।

গত মঙ্গলবার রাত ১১টায় বিরামপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। রূপসা এক্সপ্রেসের লোকোমটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমটিভ মাস্টার সনেট মুন্সি রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেনটি ব্রেক করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী ও বিরামপুর উপজেলা নিবাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

পাবতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা কাজটি করেছে। এ ব্যাপারে পাবতীপুর জিআরপি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করেছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago