মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: বিমানবন্দর স্টেশন এলাকা থেকে ৯ জন আটক

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন
আগুনে ট্রেনের বগি পুড়ে যায়। ছবি: স্টার

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, আটককৃতদের রেলস্টেশন ও রেললাইন সংলগ্ন এলাকায় অপরাধের রেকর্ড আছে।

তবে, গত মঙ্গলবার ট্রেনে আগুন দেওয়ার সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত কি না, তা জানায়নি র‌্যাব।

লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ বলেন, 'আটককৃতরা কোনো মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সামান্য অর্থের বিনিময়ে নাশকতামূলক কর্মকাণ্ড করে থাকে।'

তিনি জানান, র‌্যাব রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে। 

তবে, আটক ৯ জনের মধ্যে কাউকে সিসিটিভিতে দেখা গেছে কি না, জানতে চাইলে র‌্যাব কমান্ডার তা বলতে পারেননি।

এ বিষয়ে আরও তদন্ত চলবে বলে জানান তিনি।

আটককৃতরা ভবঘুরে কি না, জানতে চাইলে র‌্যাব সিও বলেন, 'টঙ্গী থেকে তেজগাঁও পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে নাশকতা ও অপরাধ করেছে এমন অপরাধীদের একটি ডাটাবেজ আছে আমাদের কাছে। ওই তালিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে এলাকায় ছিনতাই ও নাশকতার অভিযোগে মামলা আছে।

রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা র‌্যাবকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে পৌঁছালে এতে আগুন দেখতে পান ট্রেন অ্যাটেনডেন্টরা।

সকাল সাড়ে ৬টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের তিনটি পোড়া বগির একটি থেকে তিন বছরের এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেন।

 

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

10h ago