নাশকতার আশঙ্কায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ

ট্রেন
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নাশকতার আশঙ্কায় রাজশাহী ও পার্বতীপুরের মধ্যে চলাচলকারী লোকাল ট্রেন উত্তরা এক্সপ্রেসের কার্যক্রম আজ শুক্রবার স্থগিত করা হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মনে করছি ট্রেন চালানো নিরাপদ নয়। সেজন্য স্থগিত করেছি।'

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গতকাল বৃহস্পতিবার জোনাল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, হরতাল, অবরোধ ও নাশকতা এড়াতে শুক্রবার থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে বলা হয়েছে এতে।

উত্তরা মেইল ​​ট্রেন নামে পরিচিত উত্তরা এক্সপ্রেস সাধারণত রাজশাহী থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যায় এবং প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর পৌঁছায়।

আবার পার্বতীপুর থেকে ভোর ৩টা ১৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে।

এরমধ্যে এটি রাজশাহী এবং পার্বতীপুর স্টেশন ছাড়া ৩৪টি রেলস্টেশনে থামে।

একজন রেলকর্মী বলেন, 'লোকাল ট্রেন অনেক স্টেশনে থামে। সুতরাং ট্রেনে নাশকতার আশঙ্কা রয়েছে। এ ছাড়া এটি কখনও কখনও বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় স্টেশনে থামে।'

কর্তৃপক্ষ মেইল ​​ট্রেনটি বেসরকারি অপারেটরদের অধীনে দেওয়ার কথা ভাবছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and supress political opposition.

2h ago