বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, তানজিমের অভিষেক  

Bangladesh vs New Zealand
টি-টোয়েন্টি সিরিজের আগে অফিসিয়াল ফটোসেশন। ছবি: বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে নাগালের মধ্যে আটকে ব্যাটিং স্বর্গে রান তাড়া করাটা আদর্শ মনে করছেন নাজমুল হোসেন শান্ত। 

বুধবার নেপিয়ারে এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ওয়ানডে সিরিজে এক ম্যাচ খেলে ভালো করায় টি-টোয়েন্টিতেও একাদশে জায়গা পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশে রেখেছে বিশেষজ্ঞ তিন পেসার। তানজিমের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। এছাড়া পেস বলে ভূমিকা রাখতে আছেন টি-টোয়েন্টিতেও দলে ফেরা সৌম্য সরকার। একাদশে জায়গা হয়নি এই সিরিজে সহ-অধিনায়কত্বের দায়িত্বে থাকা মেহেদী হাসান মিরাজের। 

মিচেল স্যান্টনারের নেতৃত্বে নামা নিউজিল্যান্ড কেইন উইলিয়ামসন আর ডেভন কনওয়ে ছাড়া পাচ্ছে সেরা সব তারকাকে। 

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান,  শরিফুল ইসলাম। 
 

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

27m ago