সিলেট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের সীমান্ত এলাকার বাসিন্দা কাসওয়ার আহমেদ (২৬) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি জখম হয়েছিলেন।

আজ শনিবার সকালে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাসওয়ার আহমেদ (২৬) সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ বগাইয়া গ্রামের বাসিন্দা।

রফিকুল বলেন, 'গত রাতে ওই যুবক কোনো কারণে ভারত ভূ-খণ্ডে প্রবেশ করেছিলেন। সে সময় বিএসএফ গুলি করলে তিনি আহত হন বলে অভিযোগ পেয়েছি। তার সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে আসে।

'আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমরা অভিযোগের সত্যতা খতিয়ে দেখছি, কেন তিনি ভারত ভূ-খণ্ডে প্রবেশ করেছিলেন এবং কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সিলেট ৪৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, ঘটনাটি তাদের জানা নেই। তারা খতিয়ে দেখবেন।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

45m ago