বছরটি যেন জয়ার

জয়া আহসান
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বছরজুড়ে অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন জয়া আহসান। এ বছর পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছর ভারতীয় বাংলা সিনেমায় তার পথচলার ১০ বছর পূর্ণ হয়েছে। এ বছর বলিউডেও অভিষেক হয়েছে এই অভিনয়শিল্পীর।

চলতি বছর জয়া আহসান ভারতে ব্যস্ত সময় পার করেছেন। কখনো শুটিং, কখনো সিনেমা মুক্তির প্রচারণা, কখনো নতুন সিনেমার প্রিমিয়ারে ছুটে বেড়িয়েছেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিতরণ অনুষ্ঠানে সেরা অভিনেত্রী জয়া আহসানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

চলতি বছর কলকাতায় তার অভিনীত 'অর্ধাঙ্গিনী' মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পেলেও কয়েক মাস ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।

অন্যদিকে, কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত 'দশম অবতার' সিনেমাতেও অভিনয় করেছেন জয়া। এ সিনেমায় দীর্ঘদিন পর প্রসেনজিতের বিপরীতে জয়াকে দেখা গেছে।

পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসান
পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা 'কড়ক সিং'। এ সিনেমায় প্রখ্যাত অভিনয়শিল্পী পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করেছনে তিনি। সিনেমার প্রিমিয়ারে ভারতের মুম্বাই, কলকাতা ও দিল্লিতে গিয়েছেন তিনি।

তাছাড়া ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছেন তিনি। তার অভিনীত প্রথম ইরানি সিনেমা 'ফেরেশত' এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি এ বছর গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ বছর গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ৪টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

ভারতীয় পত্র-পত্রিকায়ও জয়া আহসান দারুণভাবে প্রশংসিত হয়েছেন।

জয়া আহসান বলেন, 'আমি অভিনয়ের মানুষ। অভিনয় ভালোবাসি। অভিনয়ের সাথে থাকতে পছন্দ করি।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago