জাপানের প্রয়োজনে বাংলাদেশ সহযোগিতা দিতে প্রস্তুত

জাপানে ভূমিকম্প
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের ইশিকাওয়া এলাকা। ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্প মোকাবিলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার ও জাপান সাগর উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

গতকাল বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে চিঠিতে শেখ হাসিনা লিখেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, 'আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক ও সুনামির ঝুঁকি আছে।'

তিনি এ পর্যন্ত ভূমিকম্পে নিহত ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি এই কঠিন সময়ে জাপানের জনগণের সঙ্গে আমাদের সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।'

বাংলাদেশ ও জাপানকে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago