জাকারবার্গ কেন গরুর খামার দিলেন

ছবি: মার্ক জাকারবার্গ

টেক দুনিয়ার বিশাল সাম্রাজ্য সামলানোর পাশাপাশি এবার নিজস্ব খামারে গরু লালনপালন শুরু করেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তার লক্ষ্য বিশ্বের উৎকৃষ্টতম অর্গানিক গরুর মাংস উৎপাদন করা।

এজন্য যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের কুয়াই দ্বীপে বিশাল গরুর খামার দিয়েছেন জাকারবার্গ। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে জাকারবার্গ জানান, তার খামারে পালনের জন্য ওয়্যাগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির গরু বেছে নেওয়া হয়েছে।

গরুগুলোকে ম্যাকাডেমিয়া বাদামের মতো দামী খাবার এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিয়ার খাওয়ানো হয়। বিশ্বের অন্যতম সফল এ প্রযুক্তি উদ্যোক্তা জানান, তিনি একটি সম্পূর্ণ স্থানীয় এবং স্বনির্ভর উৎপাদন চক্র প্রতিষ্ঠা করতে চান। 

জাকারবার্গ বলেন, 'যেহেতু প্রতিটি গরুর জন্য বার্ষিক ৫-১০ হাজার পাউন্ড খাদ্যের প্রয়োজন, তাই ম্যাকাডেমিয়া গাছ চাষের জন্য যথেষ্ট জমি বরাদ্দ করা হয়েছে।' 

জাকারবার্গের মেয়েরা ম্যাকাডেমিয়া গাছ রোপণ, গরুদের যত্ন নেওয়াসহ খামারের বিভিন্ন কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে জাকারবার্গ লিখেন, 'বিশ্বের সর্বোচ্চ মানের গরুর মাংস উৎপাদন করাই আমার লক্ষ্য। আমার সমস্ত উদ্যোগের মধ্যে এটিই সবচেয়ে সুস্বাদু।'

উল্লেখ্য, ২০১১ সালে এক ফেসবুক পোস্টে জাকারবার্গ নিজেকে 'শর্তসাপেক্ষে ভেজিটেরিয়ান' বলে দাবি করেছিলেন। তার শর্তটি ছিল, কোনো প্রাণীকে নিজের হাতে শিকার করলেই শুধু তিনি সেই প্রাণীর মাংস খাবেন।

মার্কিন ম্যাগাজিন ওয়্যার্ডের গত বছরের ডিসেম্বরের এক প্রতিবেদন অনুসারে, জাকারবার্গ হাওয়াইতে তার এক হাজার ৪০০ একরের 'টপ সিক্রেট কম্পাউন্ডে' এখন পর্যন্ত প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এবং সেখানে ম্যানশন, জিম, টেনিস কোর্ট, স্পা, এমনকি একটি ভূগর্ভস্থ বাঙ্কার করারও পরিকল্পনা করছেন।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আহমেদ হিমেল।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

4h ago