কারওয়ান বাজারে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশু নিহত

কারওয়ান বাজারে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ২
মোল্লাবাড়ি বস্তিতে আগুন। ছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন এলাকার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, আজ ভোররাত ২টা ২৮ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও আরেকজন শিশু।

তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে করা ব্রিফিংয়ে বলেন, এই আগুনে বস্তির অন্তত ৩০০টি ঘর পুড়ে গেছে। বেশিরভাগই ঘরই বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি, যার মধ্যে কয়েকটি দোতলা। বাঁশ ও কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, বস্তির আগুন সাধারণত ইলেকট্রিক শর্ট সার্কিট বা গ্যাসের লাইন থেকে ঘটে থাকে। এখানে ঠিক কী ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে।

Comments

The Daily Star  | English

Air freight capacity to increase

The Civil Aviation Authority of Bangladesh (CAAB) and Biman Bangladesh Airlines are enhancing their air cargo infrastructure following India’s sudden suspension of third-country transhipment.

9h ago