বেইলি রোডে ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ১৮

ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস মিডিয়া উইং এর কর্মকর্তা শাহজাহান শিকদার আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেইলি রোডে ১০ তলা ক্যাপিটাল সিরাজ সেন্টার ভবনের বেজমেন্টে আগুন লাগে।

তিনি আরও জানান, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে যায় এবং পরে আরও ৫ ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে আগুন নির্বাপন হয়।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

ওই ভবন থেকে মোট ১৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু।

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

36m ago