মরিনহোকে ছাঁটাই করল রোমা

অথচ রোমার ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন এই মরিনহোই।
ছবি: এএফপি

এএস রোমায় বেশ সুখে আছেন তা বরাবরই বলে আসছিলেন জোসে মরিনহো। কয়েক দিন আগেও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সুখ স্থায়ী হলো না। তার কোচিংয়ে সন্তুষ্ট নয় ইতালিয়ান ক্লাবটি। যে কারণে তাকে ছাঁটাই করে দিয়েছে তারা। 

অথচ রোমার ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন এই মরিনহোই। কনফারেন্স লিগের ট্রফি জিতে নেন প্রথম মৌসুমে। গত মৌসুমে দলকে ইউরোপা লিগের ফাইনালেও তুলেছিলেন। বিতর্কিত কিছু সিদ্ধান্ত বিপক্ষে না গেলে হয়তো আরও একটি ট্রফি জিততেও পারতেন। সেই কোচকে রাখল না রোমা।

মূলত চলতি মৌসুমের পারফরম্যান্সের কারণেই ছাঁটাই হয়েছেন মরিনহো। সিরিআয় ভুগছে রোমা। এখন পর্যন্ত ২০ রাউন্ড খেলে ৭টি ম্যাচে হেরেছে তারা। বর্তমানে রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে। আগামী চ্যাম্পিয়ন্স লিগে তো বটেই ইউরোপা লিগেও খেলার সুযোগ পাওয়া কঠিন তাদের জন্য।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ক্লাবে আসার পর থেকে তার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা এএস রোমার সকলের পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।'

তবে মরিনহোর জায়গায় রোমার কোচ কে হচ্ছেন তা জানায়নি ক্লাবটি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রোমার সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন।

২০২১ সালের এপ্রিলে টটেনহ্যাম থেকে ছাঁটাই হওয়ার সপ্তাহ দুই পর রোমায় যোগ দিয়েছিলেন মরিনহো। তার অধীনে ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো খেললেও ঘরোয়া ফুটবলে সুবিধা করে উঠতে পারছিল না তার দল। সিরিআয় গত মৌসুমে ছয় নম্বরে থেকে শেষ করে রোমা। আর এই মৌসুমে তো আরও বাজে অবস্থা তাদের।

এছাড়াও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে বেশ কয়েকবারই নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন মরিনহো। শৃঙ্খলা ভঙ্গের দায়েও নিষেধাজ্ঞা পান কয়েক দফা। দলের সবশেষ ম্যাচেও একই কারণে ডাগআউটে থাকতে পারেননি।

এদিকে মরিনহোর প্রতি আগ্রহ রয়েছে সৌদি প্রো লিগের। একাধিক ক্লাব থেকেই তার বড় অঙ্কের প্রস্তাব পাওয়ার গুঞ্জন রয়েছে। তাই খুব শীগগিরই হয়তো নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে এই পর্তুগিজ কোচকে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago