৬ বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খানের সিনেমা

জায়েদ খান
জায়েদ খান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত কোনো সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত সেই সিনেমার নাম সোনার চর।

গতকাল বুধবার সিনেমাটির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। জায়েদ খান অভিনীত শেষ সিনেমা অন্তরজ্বালা মুক্তি পায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। তারপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি এই চিত্রনায়কের।

জায়েদ খান
সিনেমার একটি দৃশ্যে জায়েদ খান। ছবি: সংগৃহীত

সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বলেন, 'সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছিল। খুশির খবর হলো ছবিটি সেন্সর পেয়েছে। আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটি মুক্তি পাবে।'

সোনার চর সিনেমার কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago