মিরাজকে ‘দল চালাতে’ বলবেন বরিশাল অধিনায়ক তামিম

Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

প্রতিবারের মতোন এবারও বিপিএলে কে কোন দলের অধিনায়ক তা জানা গেছে একদম শেষ সময়ে এসে। ফরচুন বরিশাল যেমন অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে তামিম ইকবাল। ২০১৭ সালের পর যিনি আর বিপিএলে অধিনায়কত্ব করেননি। তবে তামিম বললেন, নামে তিনি অধিনায়ক থাকল দল চালানোর ভার দেবেন মেহেদী হাসান মিরাজকে।

বরিশালের দলে এবার নেতৃত্ব দেওয়ার মতন আছেন বেশ কয়েকজন। তামিম-মিরাজ ছাড়াও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের সাবেক অধিনায়ক। দলটিকে কে নেতৃত্ব দেবেন এটি ছিল কৌতূহলের বিষয়। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে তামিমকে অধিনায়ক করার ঘোষণা দেওয়া হয়, সহ-অধিনায়ক করা হয়নি কাউকে।

বৃহস্পতিবার পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন করে বরিশাল। এরপর  গণমাধ্যমের সামনে হাজির হন অধিনায়ক তামিম। তবে তিনি জানান, অধিনায়ক তিনি থাকলেও মূলত মিরাজকেই দেবেন দল চালানোর ভার, 'অধিনায়কত্ব আমাকে ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দিয়েছে। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। মালিকের সঙ্গেও কথা বলেছি, উনিও রাজি হয়েছেন। আমার সঙ্গে সঙ্গে যদি মিরাজকে গড়ে তুলতে পারি তাহলে ভালো। আমি রিয়াদ ভাই, মুশফিক আমাদের মধ্যে ২ জন তো টি-২০ থেকে অবসরে। রিয়াদ ভাইয়েরও আর ক্যাপ্টেন হওয়ার সুযোগ কম। মিরাজের একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতে ক্যাপ্টেন হতে পারে (জাতীয় দলে)। গত বছরও আমি ক্যাপ্টেন ছিলাম না কিন্তু মাঠে একটিভ ছিলাম। আশা করি এবার মিরাজকে এই দায়িত্ব দিতে পারব। অনেক ম্যাচে ওকে বলব ও ওর মতো দল চালাক।'

'আমি আছি মুশফিক আছে রিয়াদ ভাই আছে। আমরা সবসময় সহায়তা করব। এই জায়গা থেকে ওর অভিজ্ঞতা হলে সামনে ওর কাজে লাগবে, একসময় ফ্র্যাঞ্চাইজিকে, বাংলাদেশ দলকে লিড দিবে।'

দল চালানোর ভারের পাশাপাশি মিরাজকে ব্যাটিংয়েও বড় দায়িত্বে দেখতে চান তামিম। টপ কিংবা মিডল দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে হতে পারে তাকে,  'আমাদের ৪ বিদেশিও খেলাতে হবে। কোন ৪ বিদেশি ঐ মুহূর্তে থাকবে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। আজ দলকেও বলেছি, আমরা যদি থিতু ব্যাটিং অর্ডার রাখতে পারি তাহলে ভালো। যদি ৩ ম্যাচ পর আবার বিদেশি বদলে ফেলেন, সমন্বয় ধরে রাখা একটু কঠিন। তবে চেষ্টা করব থিতু ব্যাটিং অর্ডার রাখতে। মিরাজকেও বলেছি, ও এমন একজন যে টপ অর্ডার ও মিডল অর্ডার দুই জায়গায় ব্যাট করতে পারে। ওর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটা ওকে আগে থেকেই ক্লিয়ার করেছি। তাকে প্রস্তুত থাকতে হবে।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

1h ago