অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মদ পলক। ছবি: সংগৃহীত

দেশে উৎপাদিত মোবাইল ফোনের বাজার সুরক্ষিত করতে অবৈধ পথে আসা কোনো মোবাইল ফোন যেন সচল না থাকে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মদ পলক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। 

গত মঙ্গলবার আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, 'দেশে মুঠোফোন উৎপাদনকারী ১৭টি প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হবে। তাই অবৈধ পথে আসা ফোন যেন বিক্রি হতে না পারে, তা নিশ্চিত করতে হবে।'

নিবন্ধনহীন যেসব ফোনসেট ব্যবহার হচ্ছে, সেগুলো বন্ধ করে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে জুনাইদ আহ্‌মেদ বলেন, 'এ ব্যাপারে কোনো আপস নেই এবং শিগগির যেন এ নির্দেশনা কার্যকর করা যায়।' 

দেশে উৎপাদিত, সংযোজিত ও বৈধ পথে আমদানিকৃত মোবাইল ফোনসেটের ডাটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের সব ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে উল্লেখ করে নিবন্ধনহীন সব মোবাইল ফোনসেট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। 

প্রতিমন্ত্রীকে জানানো হয়, মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে গ্রাহকের মালিকানা নিশ্চিতকরণ, নকল ও নিম্নমানের হ্যান্ডসেট উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণ রোধ, মোবাইল ফোনের চুরি ও অপব্যবহার বন্ধ এবং মোবাইল ফোন শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিটিআরসিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন (এনইআইআর) সিস্টেম স্থাপন করা হয়েছে। 

আগামী পাঁচ বছরে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী পলক । 

প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটি সাধারণ প্রযুক্তিভিত্তিক সমাধান দেশকে বিভিন্নভাবে লাভবান করতে পারে। আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন সার্ভিসের মাধ্যমে সেবা দেওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সেবাকে আরও সহজলভ্য করতে প্রতিটি ডাটাবেজকে একটির সঙ্গে আরেকটিকে ইন্টারঅপারেবল করা দরকার।' 

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF to continue talks with Bangladesh for near-term agreement

The global lender said such an agreement would pave the way for completing the combined third and fourth reviews

2h ago