শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, আলোচনায় সানিয়া মির্জার পোস্ট

সানিয়া লেখেন, ‘যখন কোনোকিছু আপনার মনের শান্তি নষ্ট করে, তাকে যেতে দিন।’
শোয়েব মালিকের বিয়ে নিয়ে সানিয়া মির্জার পোস্ট
সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে ছবি প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

দীর্ঘদিন ধরেই সানিয়া-শোয়েব দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এ গুঞ্জন জোরালো হয় সানিয়া মির্জার এক ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে।

গত ১৮ জানুয়ারি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উদ্ধৃতি পোস্ট করেন সানিয়া। সেখানে বলা হয়েছে, 'বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত… ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বেছে নিন…আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বেছে নেব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন'।

এর আগে গত ৮ জানুয়ারি সানিয়া ক্যাপশনসহ আরেকটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'যখন কোনোকিছু আপনার মনের শান্তি নষ্ট করে, তাকে যেতে দিন।'

সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েব মালিকের সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি সরিয়ে ফেলেন সানিয়া মির্জা।

অন্যদিকে, গেল বছরের আগস্টের আগেও শোয়েব মালিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল, 'হাসব্যান্ড টু এ সুপারওম্যান সানিয়া মির্জা' (অসাধারণ নারী সানিয়ার মির্জার স্বামী)। যেটি এখন আর এই ক্রিকেট অলরাউন্ডারের বায়োতে নেই। পরিবর্তন করে তিনি লিখেছিলেন, 'ফাদার টু ওয়ান ট্রু ব্লেসিং' (সত্যিকারের আশীর্বাদধন্য এক বাবা)।

২০১০ সালে এপ্রিলে সানিয়ার সঙ্গে বিয়ের কয়েকদিন আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকের সাথে ডিভোর্স দেন শোয়েব মালিক। ২০১৮ সালে শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রথম সন্তান ইজহানের জন্ম হয়।

২০২২ সালের নভেম্বর থেকে সানিয়া-শোয়েব দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে শোয়েব মালিকের বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর বিষয়টিও উঠে আসে। তবে এসব বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার খবর জানিয়েছেন শোয়েব মালিক। বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে পবিত্র কোরআন শরিফের আয়াত উদ্ধৃত করেছেন পাকিস্তানি অলরাউন্ডার, 'আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago