‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে তথ্য দিতে পারব না’ সংশোধিত শ্রম আইন প্রসঙ্গে আইনমন্ত্রী

শ্রম আইন সংশোধন বিল আগামী সংসদ অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হ্যাট্রিক জয় আনিসুল হকের
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

শ্রম আইন সংশোধন বিল আগামী সংসদ অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আজ বুধবার আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, 'আইএলওর গভর্নিং বোর্ডের মিটিং আগামী মার্চে মাসে অনুষ্ঠিত  হবে। দেশে শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে, তা পর্যালোচনার জন্য আজ একটি মিটিং ছিল। আজকের মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে আমি প্রধানমন্ত্রীকে ব্রিফ করব। এরপরই এ বিষয়ে  আপনাদের সঙ্গে কথা বলতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারব না।'

সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে এবং পাস হবে কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, 'অবশ্যই উঠবে, অবশ্যই পাস হবে।'

শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার ১০ শতাংশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'এটা নিয়েও আজ আমরা আলোচনা করেছি। এখানেও যে সিদ্ধান্ত, সে অনুযায়ী এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর আগের নির্দেশনা অনুযায়ী একটা পরিবর্তন এনেছি, আমি খুব শিগগির প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করব।'

'শ্রমিক এবং এমপ্লয়াররা যেটা আলোচনা করে সিদ্ধান্ত দেবেন, আমার মনে হয় আমাদের দেশের পরিবেশের জন্য সেটাই গ্রহণ করা সমীচীন হবে,' বলেন তিনি।

শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বাংলাদেশে একটি দুর্ঘটনার পর সরকার শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে যে মনোযোগ দিয়েছে, এ রকম অন্য কোনো দেশে নজির দেখানো খুব কঠিন।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে শ্রমিকদের কর্মপরিবেশে আমূল পরিবর্তন হয়েছে এবং উন্নত হয়েছে। সে জায়গায় যারা এটা নিয়ে কথা বলছেন, যে বিদেশিরা, আমার মনে হয় তাদের আরও এ ব্যাপারে, প্রথমে ২০০৩-০৪-০৫ সালে কী অবস্থা ছিল, সেটার চিত্র দেখে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কী উন্নতি হয়েছে, সেটা বিবেচনা করতে হবে। এসব বিবেচনা করেই তাদের কথা বলা উচিত।'

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইন ও বিচার বিভাগের সচিব মো গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Comments

The Daily Star  | English

One dead as Singapore Airlines flight hit by turbulence

 A Singapore Airlines SIAL.SI flight from London made an emergency landing in Bangkok on Tuesday due to severe turbulence, officials said, with one passenger on board dead and local media reporting multiple injuries.

1h ago