দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়ল ৭ দোকান

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলগেট এলাকায় আজিজ মার্কেটে আগুন লেগে অন্তত ৭টি দোকান পুড়ে গেছে। 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলগেট এলাকায় আজিজ মার্কেটে আগুন লেগে অন্তত ৭টি দোকান পুড়ে গেছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি। তবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

চৌমুহনী, মাইজদী, সেনবাগ, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ৮ ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের আজিজ মার্কেটে আগুন লাগে। এতে অন্তত ৭টি দোকান পুড়ে যায়।  

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক বলেন, 'ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।'  

'তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি', বলেন তিনি।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।'

 

Comments