বীর মুক্তিযোদ্ধা এম. মতিউর রহমান জায়েদ মারা গেছেন

ব্যক্তি জীবনে বহু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এম. মতিউর রহমান জায়েদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দী গ্রামে।
এম. মতিউর রহমান জায়েদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) বীর মুক্তিযোদ্ধা এম. মতিউর রহমান জায়েদ মারা গেছেন।

আজ রোববার ভোর ৬টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি কন্যা ব্যারিস্টার জারিন রহমান ও পুত্র জিশান বায়েজিদ রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তি জীবনে বহু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এম. মতিউর রহমান জায়েদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দী গ্রামে।

তার প্রথম জানাজা আজ বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ১০টায় নিজ গ্রাম বরিকান্দী ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago