ইংল্যান্ডকে হারিয়েও তৃপ্ত নন রোহিত

১০৬ রানের জয়ের পরও দলে অনেক উন্নতির জায়গা দেখছেন ভারতীয় অধিনায়ক

হায়দারাবাদ টেস্টে প্রথম ইনিংসে বড় লিড নিয়েও জয় পায়নি ভারত। তবে বিশাখাপত্তনমে এমন কোনো কিছু ঘটতে দেয়নি দলটি। দারুণ জয়ে সিরিজে সমতা টেনেছে তারা। কিন্তু জয়ের পরও কিছু অতৃপ্তি ঝরেছে অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। ব্যাটারদের কাছ থেকে আরও বড় ইনিংস চান অধিনায়ক।

সোমবার টেস্টের চতুর্থ দিনে এসে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের জয় নিশ্চিত করে ভারত। ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২৯২ রানে থামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ২৫৩ রান করেছিল সফরকারীরা। ভারত তাদের দুই ইনিংসে করে ৩৯৬ ও ২৫৫ রান।

প্রথম ইনিংসে ভারতের বড় স্কোরের মূল কৃতিত্বই ছিল যশস্বী জসওয়ালের। একাই খেলেন ২০৯ রান। তবে বাকি ব্যাটারদের প্রায় সবাই সেট হয়েছিলেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শুবমান গিল ছাড়া আর কেউই দায়িত্ব নিতে পারেননি। এ বিষয়গুলোতেই উন্নতির জায়গা দেখছেন ভারতীয় অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'উইকেটে ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো ছিল। আমাকে যদি কোনো বিষয় তুলে ধরতে হয়, তাহলে অনেক ব্যাটার ভালো শুরু করেছে কিন্তু বড় স্কোর করতে পারেনি। তবে আমি বুঝি তারা তরুণ এবং খুব বেশি দিন ধরে খেলছে না। তাদের সময় দিতে হবে। তাদের আত্মবিশ্বাস দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'

তবে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে তরুণ দল নিয়ে জিততে পাড়ায় দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক, 'এমন একটি দলের বিপক্ষে এমন তরুণ দল নিয়ে আসতে পেরে খুবই গর্বিত। এই সংস্করণে ম্যাচের পরিপ্রেক্ষিতে অনেক ছেলেই বেশ তরুণ। চাই তারা যেন কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে খেলুক। গত কয়েক বছর ধরে ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। জানতাম এটা সহজ সিরিজ হবে না। আরো তিনটি ম্যাচ রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন সবকিছু ঠিক থাকে।'

ম্যাচ জয়ের অন্যতম নায়ক জাসপ্রিত বুমরাহর প্রশংসা করে আরও বলেন, 'সে (বুমরাহ) আমাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়, যে কোনো সময় তাকে বল করতে পাঠিয়ে দেওয়া যায়। আপনি যখন এমন একটি ম্যাচ জিতবেন, আপনাকে সামগ্রিক পারফরম্যান্সের দিকেও নজর দিতে হবে। ব্যাট হাতে আমরা ভালো ছিলাম। আপনি জানেন এই কন্ডিশনে টেস্ট জেতা সহজ নয়। আমাদের বোলাররা এগিয়ে যেতে চেয়েছিল এবং তারা সেটা করেছে।'

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া জসওয়ালকেও প্রশংসায় ভাসান ভারতীয় অধিনায়ক, 'সে (জসওয়াল) একজন ভালো খেলোয়াড়। সে তার খেলা ভালোভাবেই বোঝে। তাকে অনেক দূর যেতে হবে, আমাদের দলকে তার দেওয়ার অনেক কিছু রয়েছে। আশা করি সে তার পা মাটিতেই রাখবে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago