রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ জেলায় তাপমাত্রা কমেছে। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া, দিনাজপুরে নয় দশমিক দুই, সৈয়দপুরে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় নয় দশমিক পাঁচ ও কুড়িগ্রামের রাজারহাটে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ, কাল ও পরশু পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহের আওতা বাড়ার সম্ভাবনা কম।'
তিনি আরও বলেন, 'আগামীকাল উত্তরাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে।'
পূর্বাভাস অনুসারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Comments