এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে শ্রমিক নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

তিনি জানান, তেজগাঁওয়ে তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরনী ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝ ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় ক্রেন থেকে সেটি নিচে পড়ে যায়। এ ঘটনায় কন্টেইনারের নিচে চাপা পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক নিহত হন।

নিহত শামীমের বাড়ি নরসিংদীর রায়পুরার সাদাঘর কান্দিতে।

এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago