২৬ ম্যাচ পর এবারের বিপিএলে প্রথম দুইশো ছাড়ানো পুঁজি

shakib al hasan

বিপিএলের এবারের আসরে টি-টোয়েন্টি সুলভ রান না হওয়ায় দর্শকদের হতাশা বাড়ছিল। চার-ছক্কার ঝড় সেভাবে দেখা না পাওয়ায় উইকেটের দায় দিচ্ছিলেন অনেকে। অবশেষে রংপুর রাইডার্স কাটাল খরা। রেজা হেনড্রিকস, জিমি নিশামের ঝড়ে আসরের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে রংপুর। 

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১১ রান করেছে তারা। বড় এই পুঁজি পাইয়ে দিতে বেশিরভাগ অবদান দুই বিদেশি হেনড্রিকস আর নিশামের। 

আগের দিন বাংলাদেশে এসেছিলেন নিশাম, হেনড্রিকস ঢাকায় পৌঁছান সকাল বেলাতেই। ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকান হেনড্রিকস করেন ৪১ বলে ৫৮। শেষ দিকে ২৬ বলে ৫১ করে দলকে চূড়ায় তুলেন নিশাম। 

দেশিরাও ভালো ব্যাট করেছেন। হেনড্রিকসের সঙ্গে ওপেন করতে নেমে ১৭ বলে ২৪ করে আউট হন রনি তালুকদার। তিনে নেমে সাকিব আল হাসান ১৬ বলে করেন ২৭ রান। এই রানের পথে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

সাকিবের বিদায়ের পর নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান শুরুতে ধুঁকলেও পরে সামলে নিয়ে খেলেন ২১ বলে ৩১ রানের ক্যামিও। শুরুতে ধুঁকেছেন নিশামও। আল-আমিন হোসেনের বলে একবার দিয়েছিলেন জীবন। ৯ রানে থাকা নিশামের সহজ ক্জযাচ ফেলে দেন জশ ব্রাউন। এই মূল্য পরে দিয়েছে তাদের পুরো দল।  

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago