সিলেটে বাসচাপায় ৬ পুলিশ আহত
সিলেটে বাসচাপায় জেলা মেট্রোপলিটন পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীর, বিমানবন্দর থানার সহকারী কমিশনার জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুনু মিয়া, এএসআই রেজাউল করিম এবং গাড়িচালক ও নায়েক হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে আজবাহার আলী শেখের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পাশাপাশি আরও তিনজনের অস্ত্রোপচার হয়েছে এবং বাকিরাও হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজবাহার আলী শেখের মাথায় আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদের অবস্থার উন্নতি হচ্ছে এবং তারা শঙ্কামুক্ত আছেন।
'রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের চাপা দেওয়া বাসটি আমরা জব্দ করেছি এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন', বলেন তিনি।
Comments