উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ, স্বাভাবিক হবে রোববার সকালে

পিজিসিএল
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় পিজিসিএলের সরবরাহ লাইনে সংস্কারকাজ চলছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) সরবরাহ লাইনে সংস্কারকাজ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে।

এতে গতকাল রাত ৮টা থেকে পিজিসিএলের আওতাধীন উত্তরাঞ্চলের জেলাগুলাতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

সংস্কারকাজ শেষ হলে আগামী রোববার সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

পিজিসিএলের ব্যবস্থাপক শৈলজা নন্দ বসাক আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিজিসিএল সূত্র জানায়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় লাইনের ৩০ ইঞ্চি পাইপলাইন প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।

এর আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক আছে। এর মধ্যে আছে ১০টি বিদ্যুৎকেন্দ্র, ৫৩টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্প প্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহক সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৮৫২।

সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য সব শ্রেণির গ্রাহকরা এই ৩ দিন গ্যাস সরবরাহ সুবিধা থেকে বঞ্চিত হবে।

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

1h ago