ঈদে আবারো মুখোমুখি শাকিব-বুবলি
আসছে ঈদুল ফিতরে আবারো সিনেমাহলে মুখোমুখি হচ্ছেন শাকিব খান ও শবনম বুবলি। তাদের দুজনের অভিনীত নতুন দুই সিনেমা আগামী ঈদে মুক্তি পাচ্ছে।
হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে মিশুক মনি পরিচালিত 'দেয়ালের দেশ' সিনেমা নিয়ে আসছেন শবনম বুবলি। আসছে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।
সম্প্রতি 'দেয়ালের দেশ' সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ হয়েছে। নতুন এই পোস্টারেও কিছুটা রহস্য রেখেছেন পরিচালক। পোস্টারে দেখা গেছে, শবনম বুবলি ও শরিফুল রাজ বসে আছে সমান্তরালে। তাদের পুরোপুরি নয়, অর্ধেক শরীর দেখানো হয়েছে। বুবলি পরে আছে লাল টকটকে শাড়ি, খোপায় ঝুলে আছে বেলী ফুলের মালা, হুইল চেয়ারে বসে আছেন বুবলি। তার চোখে মুখে হাহাকার স্পষ্ট।
'দেয়ালের দেশ' সিনেমায় প্রথমবার জুটি হয়েছেন শরিফুল রাজ ও শবনম বুবলি পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেনসহ অনেকেই।
এদিকে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমার শুটিং চলছে যুক্তরাষ্ট্রে। সেখানকার বিভিন্ন রাজ্যে শুটিং চলছে। যেসব লোকেশনে শুটিং হচ্ছে সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনো দেখা যায়নি।
'রাজকুমার' সিনেমার গল্প প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
গত বছর দুই ঈদে সিনেমাহলে মুখোমুখি হয়েছিলেন শাকিব ও বুবলী। গত বছর শাকিব খান অভিনীত 'লিডার: আমিই বাংলাদেশ' ও 'প্রিয়তমা' সিনেমা মুক্তি পায়। অন্যদিকে একইসময়ে শবনম বুবলি অভিনীত 'লোকাল' ও 'প্রহেলিকা' সিনেমাও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
Comments