অ্যাপলকে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা করবে ইইউ

সংযুক্ত আরব আমিরাত, অ্যাপল, আইফোন, এক্স, আইপ্যাড,
রয়টার্স ফাইল ফটো

অ্যাপলকে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে- ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, সংগীত পরিষেবা চালু করতে ইইউয়ের আইন ভঙ্গ করছে অ্যাপল।

এই জরিমানা আগামী মাসের প্রথম দিকে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ইউরোপীয় কমিশন গত বছর অ্যাপলকে অ্যাপ স্টোরের মাধ্যমে সংগীত পরিষেবা দিতে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছিল।

তবে, এ বিষয়ে এখনো অ্যাপলের মন্তব্য জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago