মেসিকে অলিম্পিকে খেলতে দিবেন না মায়ামি কোচ?

হ্যাভিয়ার মাশচেরানোর নেতৃত্বাধীন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল প্যারিসে জায়গা করে নেওয়ার পর ফুটবল ভক্তরা স্বপ্ন দেখছেন আবারও অলিম্পিকে খেলবেন লিওনেল মেসি। কিন্তু আসলেই কী খেলতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক? কারণ এই আসরে খেলতে গেলে যে অন্তত দুই মাস তাকে পাবে না ইন্টার মায়ামি।

আগামীকাল বুধবার মেজর সকার লিগে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচে সল্ট লেকের বিপক্ষে মাঠে নামছে মায়ামি। এই ম্যাচে মাঠে নামার আগে মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনোর সংবাদ সম্মেলনে উঠে আসে অলিম্পিক প্রসঙ্গ। মেসি ছাড়াও অলিম্পিকে খেলার মতো আরও একজন খেলোয়াড়- প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজ রয়েছেন তাদের দলে। যিনি প্যারাগুয়ের জাতীয় দলের সদস্যও। তাই খেলবেন কোপা আমেরিকাতেও।

তবে গোমেজকে কোপা আমেরিকা কিংবা অলিম্পিকের যে কোনো একটি বেছে নিতে বলবেন মার্তিনো, 'দিয়েগো গোমেজের কোপা আমেরিকা এবং অলিম্পিক গেমস রয়েছে। আমরা জানি তাকে কাপে (কোপায়) দিতে হবে, (অলিম্পিক) গেমসে নয়। আমরা যোগাযোগ করব, সৌভাগ্যবশত সেখানে (প্যারাগুয়ে) আমার অনেক বন্ধু আছে এবং আমি তাকে শুধু একটি বেছে নিতে বলব।'

আর কেন দুই আসরের একটিতে বেছে নিতে বলবেন তার ব্যাখ্যাও দিয়েছেন মায়ামি কোচ, '(দেশের হয়ে খেলতে দিতে) আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে একসঙ্গে দুটি প্রতিযোগিতা রয়েছে এবং এর মানে হলো যে একজন খেলোয়াড় দুই মাসের বেশি সময় ধরে দূরে থাকবে। তাই একটি বাছতে হবে। আপনি দুই মাস দূরে অবস্থা করতে পারেন না।'

গেমেজের জন্য যদি এমন নিয়ম হয়, স্বাভাবিকভাবেই মেসির জন্যও একই নিয়ম হওয়ার কথা। সেক্ষেত্রে মেসিকেও একটি আসর বাছাই করতে বলতেই পারেন এই কোচ। তাই মেসিকে অলিম্পিকে দেখার স্বপ্ন নাও পূরণ হতে পারে তার ভক্ত-সমর্থকদের।

তবে কোপা আমেরিকা তথা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসিকে ছাড়তেই হবে মার্তিনোর। সে সময় কি করবেন সেটা নিয়েই ভাবছেন তিনি, 'আমরা জানি যে মার্চ এবং জুনে আমাদের তাকে প্রতিস্থাপন করতে হবে। সমস্যা হলো আমাদের চুক্তির স্বাধীনতা নেই। তাই যখন ও (মেসি) না খেলবে তখন আমাদের স্কোয়াড সামঞ্জস্যপূর্ণ করতে হবে যাতে এমন খেলোয়াড় থাকে যাদের আক্রমণাত্মক আকাঙ্ক্ষা রয়েছে।'

এদিকে চোটের কারণে প্রাক-মৌসুমে হংকংয়ে মেসি না খেলায় অনেক নাটকই হয়েছে। তবে বর্তমানে আর্জেন্টাইন অধিনায়ক সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানান মায়ামি কোচ, 'গত বছরের মাঝামাঝি যে সময়ে মেসি এসেছিল, এবারও আমি সেই একই মেসির দেখা পেয়েছি। সে খুব ভালো আছে, খুব ভালো অনুশীলন করছে। অ্যাডাক্টরের চোট থেকে সেরে উঠেছে, সে চাইলে নিউওয়েলের বিপক্ষে পুরোটাই খেলতে পারত।'

উল্লেখ্য, মেজর সকার লিগে গত আসরের মাঝপথে মূলত ইউরোপের মৌসুম শেষে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর যোগ দিয়েই ক্লাবকে জিতিয়েছেন তাদের ইতিহাসের প্রথম শিরোপা। তবে লিগে তেমন সুবিধা করে উঠতে পারেনি তারা। মেসি আসার আগে দলটির অবস্থান ছিল তলানিতে। এরপর আগাতে শুরু করলেও কিছুদিন পর চোটে পড়ে যান মেসি। লম্বা সময় মাঠের বাইরে থাকায় আর পেরে ওঠেনি তারা।

এবারও যদি মেসিকে লম্বা সময়ের জন্য ছাড়তে হয় তাহলে মেজর সকার লিগে ভালো কিছু করার আশা কঠিন হয়ে যাবে মায়ামির। কারণ এ দলটি অনেকটাই মেসি নির্ভর। অন্তত পরিসংখ্যান তাই বলে। তাই মেসিকে হয়তো নাও ছাড়তে পারেন মায়ামি কোচ মার্তিনো।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago