বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী প্রস্মিতা পাল
বিয়ে করছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অনুপম রায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে বিয়ে হবে অনুপমের।
রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন প্রস্মিতা। প্রস্মিতা ও অনুপম একসঙ্গে 'হাইওয়ে' সিনেমায় 'তোমায় নিয়ে গল্প হোক' গানটি গেয়েছিলেন। এ ছাড়া প্রস্মিতার গাওয়া 'সাজনা' কিংবা 'হতে পারে না' গানগুলো বেশ জনপ্রিয়।
এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। বিয়ের ৬ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম দম্পতি।
এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।
Comments