বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর: নসরুল হামিদ

আজকেই বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

বিদ্যুতের নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, আজকেই বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে।

পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রাইসিং ফরমুলা মার্চ থেকে চালু হবে বলেও জানান নসরুল হামিদ।

গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেদিন তিনি বলেছিলেন, নতুন এই দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। তবে আজ জানালেন ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

Comments

The Daily Star  | English
One dead as Singapore Airlines plane makes emergency landing due to turbulence

One dead as Singapore Airlines plane makes emergency landing due to turbulence

A Singapore Airlines SIAL.SI flight from London made an emergency landing in Bangkok on Tuesday due to severe turbulence, officials said, with one passenger on board dead and local media reporting multiple injuries.

29m ago