নতুন নাটক পরিচালনায় আবুল হায়াত
গুণী অভিনেতা ও নাট্যপরিচালক আবুল হায়াত এবার নতুন একটি নাটক পরিচালনা করেছেন। বছরের বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ উৎসবকে ঘিরে তিনি নাটক পরিচালনা করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করেছেন।
নাটকটির নাম শিলাবৃষ্টির শরবত। রাবেয়া খাতুনের গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। নাটকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও শাহেদ শরীফ খান।
আবুল হায়াত বলেন, 'শিলাবৃষ্টির শরবত নাটকের গল্পটা অন্যরকম। একেবারেই ব্যতিক্রমী। খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে আমিই চিত্রনাট্য তৈরি করেছি। পরিচালনা করেও ভালো লেগেছে।'
তিনি আরও বলেন, 'ভালো গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে। দর্শকদের ভালো লাগবে নাটকটি।'
আবুল হায়াত এক প্রশ্নের জবাবে বলেন, 'অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও আমাকে তৃপ্তি দেয়। ভালো গল্প পেলে পরিচালনাও করি।'
মম বলেন, 'আবুল হায়াত আংকেল অনেক গুণী মানুষ , গুণী শিল্পী । তার পরিচালনায় কাজ করে অনেক ভালো লাগছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।'
Comments