এখনো অভিনয়ে নিয়মিত যে প্রবীণ শিল্পীরা

কেউ সাত দশক ধরে অভিনয় করছেন। কেউ আবার পাঁচ দশক পার করেছেন অভিনয়ে। এরকম বেশকজন প্রবীণ অভিনয়শিল্পী আছেন, যারা এখনো এই পেশায় আছেন। জীবনের বেশিরভাগ সময় তারা ব্যয় করেছেন শিল্পের পথে।

সেসব প্রবীণ শিল্পীরা এখন কেমন আছেন, কী করছেন—তাই জানব আজকের লেখায়।

দিলারা জামান। ছবি: স্টার

দিলারা জামান

দিলারা জামান অভিনয় করে পেয়েছেন একুশে পদক। বছরের পর বছর ধরে তিনি এই পেশায় আছেন। সাত দশক পেরিয়ে গেছে তার। মঞ্চ দিয়ে শুরু করেছিলেন। তারপর টেলিভিশন নাটক ও সিনেমায় কাজ শুরু করেন। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ার তার। একটা সময় মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে মা হিসেবে পরিচিতি পান। অবশ্য এরপরে এসে দাদি কিংবা নানির চরিত্রেই বেশি অভিনয় করেন। এখনো তাই করছেন।

দ্য ডেইলি স্টারকে দিলারা জামান বলেন, ভালো আছি। এই বয়সে যতটুকু থাকা যায় ততটুকু আছি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এখনো অভিনয় করতে পারছি।

ফেরদৌসী মজুমদার। স্টার ফাইল ফটো

ফেরদৌসী মজুমদার

'সংশপ্তক' নাটকে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন ফেরদৌসী মজুমদার। তার চরিত্রের নাম ছিল 'হুরমতি'। এখনো মানুষ 'হুরমতি' চরিত্রের কথা মনে রেখেছেন। পেয়েছেন স্বাধীনতা পদক। টেলিভিশন নাটকের শুরু থেকেই তিনি অভিনয় করে আসছেন। কয়েকটি সিনেমাও করেছেন। তবে, বয়সের ভারে নাটক ও সিনেমায় সময় খুব একটা সময় দিতে পারেন না। কিন্তু, মাঝে মাঝে এখনো মঞ্চে অভিনয় করেন।

ডেইলি স্টারকে ফেরদৌসী মজুমদার বলেন, এই বয়সে যতটা থাকা যায় ততটাই আছি। যেন সুস্থ থাকতে পারি, এটাই চাওয়া।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

আবুল হায়াত

স্কুলজীবন থেকে অভিনয় শুরু করেন আবুল হায়াত। সেই হিসেবে ছয় দশক ধরে তিনি এই পেশায় আছেন। স্কুল, কলেজ পেরিয়ে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, মঞ্চ নাটক থেমে থাকে না। একসময় নাটকের দল নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। এই দলের হয়ে দর্শকপ্রিয় বেশিরভাগ নাটকে অভিনয় করেন। পাশাপাশি টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়ে। সাড়া জাগানো অনেক নাটকে তিনি অভিনয় করেছেন। বিশেষ করে বিটিভির আলোচিত অনেক নাটকে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। হুমায়ূন আহমেদের বেশিরভাগ নাটকের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। বাবা চরিত্রে তার অভিনয় অনবদ্য। নাটক পরিচালনাও করেছেন। এখনো থেমে নেই তিনি। নাটক পরিচালনা ও অভিনয় করে যাচ্ছেন।

আবুল হায়াত ডেইলি স্টারকে, ভালো আছি। কাজ করতে পারছি এখনো। কাজের ক্ষেত্রে ইচ্ছে শক্তিটাই বড়।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

তারিক আনাম খান

মঞ্চ দিয়ে অভিনয় শুরু তারিক আনাম খানের। নাট্যকেন্দ্র নামের একটি দল প্রতিষ্ঠা করেছেন অনেক আগে। তার হাত ধরে এই নাট্যদলের হয়ে উঠে এসেছেন তৌকীর আহমেদ, জাহিদ হাসান, মোশাররফ করিমের মতো তারকারা। ক্যারিয়ারের শুরুতে নায়িকা কবরীর বিপরীতে সিনেমায় নায়ক হয়েছেন। ওটিটি, টিভি নাটক ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই নিজেকে এখনো ব্যস্ত রেখেছেন তিনি।

ডেইলি স্টারকে তারিক আনাম খান বলেন, অভিনয় আমার পেশা, নেশা, ভালোবাসা, সাধনা—সবকিছু। অভিনয় আমাকে সবসময় টানে। নতুন নতুন চরিত্র টানে। সব মিলিয়ে ভালো আছি।

mamunur rashid
নাট্যকার-অভিনেতা মামুনুর রশীদ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

মামুনুর রশীদ

১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি মামুনুর রশীদ মঞ্চের জন্য প্রথম নাটক নির্দেশনা দেন। সেটা ছিল শহীদ মুনীর চৌধুরীর 'কবর' নাটক। এখনো তিনি মঞ্চ নাটকে অভিনয় করছেন এবং নির্দেশনাও দিচ্ছেন। মঞ্চে অনেক আলোচিত নাটকের নাট্যকার তিনি। বিটিভির জন্যও অনেক জনপ্রিয় নাটক লিখেছেন। অভিনয় করছেন বিরতিহীনভাবে দশকের পর দশক ধরে।

মামুনুর রশীদ ডেইলি স্টারকে বলেন, বয়স বাড়ছে, শরীরে কিছু সমস্যা তো থাকছেই। তারপরও নাটকই আমার কাছে সব। কাজেই এখনো মঞ্চে অভিনয় করি এবং টিভি নাটক ও সিনেমাতেও অভিনয় করি। ভালোবাসা আছে বলেই কাজ করতে পারছি।

ছবি: সংগৃহীত

আমিরুল হক চৌধুরী

একসময় মঞ্চে অভিনয় করেছেন। দীর্ঘ একটা জীবন তিনি কাটিয়ে দিলেন অভিনয় করে। টিভি নাটকে এই সময়েও নিয়মিত তিনি। সিনেমাও করেছেন। সালাহউদ্দিন লাভলু পরিচালিত 'হাড়কিপটা'সহ অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন।

এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম আসাদ

আরও যারা

একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননাপ্রাপ্ত রাইসুল ইসলাম আসাদ অভিনয় এখন খুবই কম করেন। তবে, একেবারে অভিনয় ছাড়েননি। কেরামত মওলা একজন প্রবীণ অভিনেতা। তিনিও মাঝে মাঝে অভিনয় করেন। আব্দুল আজিজকে এখনো, এই বয়সে বিটিভির নাটকে দেখা যায় অভিনয় করতে এবং ইত্যাদিতেও নিয়মিত নাট্যাংশে কাজ করেন। ডলি জহুর আছেন সিনিয়র অভিনেত্রী হিসেবে, তিনিও অভিনয় থেকে দূরে সরে যাননি। ওয়াহিদা মল্লিক জলি নাটকে বেশ সরব। রহমত আলীও নিয়মিত অভিনয় করছেন।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

12h ago