নভেম্বরে ট্রাম্প-বাইডেন লড়াই প্রায় নিশ্চিত
যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে একইদিনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের প্রাইমারি বা অভ্যন্তরীণ দলীয় ভোটে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
সুপার টিউসডে নামে পরিচিত এই ভোটে দুই প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করায় আগামী নভেম্বরে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিম্যাচ হওয়া প্রায় নিশ্চিত—আবারও একে অপরের বিরুদ্ধে লড়বেন বাইডেন ও ট্রাম্প।
ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যসহ মোট ১২টি অঙ্গরাজ্যে জিতেছেন ট্রাম্প। তার একমাত্র উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী নর্থ ক্যারোলাইনার সাবেক গভর্নর ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি শুধু ভারমন্টে জিতেছেন। এডিসন রিসার্চ এই তথ্য জানিয়েছে।
১৫টি অঙ্গরাজ্যেই ভালো করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, আইনি ঝামেলায় জড়িয়ে থাকা সত্ত্বেও টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পাওয়া ট্রাম্পের জন্য এখন শুধুই সময়ের ব্যাপার।
ট্রাম্প ও বাইডেন প্রাইমারিতে বিজয় নিশ্চিত হওয়ার পর একে অপরের সমালোচনা করেছেন।
ফ্লোরিডায় বিলাসবহুল আবাস মার-আ-লাগো'য় দেওয়া বিজয়ী বক্তব্যে ট্রাম্প জো বাইডেনের অভিবাসন নীতির সমালোচনা করেন এবং তাকে মার্কিন ইতিহাসের 'সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট' বলে অভিহিত করেন।
ট্রাম্প বলেন, '৫ নভেম্বরে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।'
বাইডেন এক বিবৃতিতে আবারও ট্রাম্পকে মার্কিন গণতন্ত্রের প্রতি হুমকি হিসেবে অভিহিত করেন।
বাইডেন ভোটারদের উদ্দেশে প্রশ্ন করেন, 'আজকের ফল মার্কিন জনগণের সামনে একটি স্পষ্ট বিকল্প এনেছে। আমরা কি সামনে আগাতে থাকব না আমরা ডোনাল্ড ট্রাম্পকে আমাদেরকে পিছু হটে গোলযোগ, বিভেদ ও অন্ধকারের দিকে নিয়ে যাব, যা তার আগের মেয়াদে আমরা দেখেছি?'
১৯৫৬ সালের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে 'রিম্যাচ' হতে যাচ্ছে। তবে জনমত জরিপের ফল অনুযায়ী, বাইডেন (৮১) ও ট্রাম্পের (৭৭) মধ্যে এই রিম্যাচে বেশিরভাগ মার্কিনীদের আগ্রহ কম।
প্রার্থী হিসেবে ট্রাম্পের সবচেয়ে বড় দুর্বলতা হল একাধিক ফৌজদারি মামলা। এখনো তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলছে এবং আগামীতে আরও কয়েকটি মামলার তদন্ত শুরু হবে।
তবে মার্কিন আইনও অনুযায়ী, কারাবন্দি থাকলেও নির্বাচনে অংশ নিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প।
বাইডেনের সবচেয়ে বড় দুর্বলতা হল তার বয়স। ৮১ বছর বয়সে ইতোমধ্যে তিনি মার্কিন ইতিহাসে সবচেয়ে বর্ষীয়ান প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিসের কার্যক্রম পরিচালনা করছেন।
Comments