জো বাইডেন ক্যানসার আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে। রোববার তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায় বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার ৮২ বছর বয়সী বাইডেনের ক্যানসার শনাক্ত হয়। মূত্রনালীজনিত সমস্যা দেখা দিলে পরীক্ষার পর এটি শনাক্ত হয়। উল্লেখ্য, তার ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যানসারে মারা গিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদিও এটি ক্যানসারের একটি আগ্রাসী রূপ, তবে এটি হরমোন-সংবেদনশীল হওয়ায় কার্যকরভাবে এর চিকিৎসা করা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার ডাক্তারদের সঙ্গে বিকল্প চিকিৎসা বিষয়ে আলোচনা করছেন।
এ খবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি 'মর্মাহত'।
জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের কথা উল্লেখ ট্রাম্প বলেন, আমরা জিল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জো দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি গত বছর বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এক্স-এ দেওয়া পোস্টে বলেন, 'জো একজন লড়াকু মানুষ।'
তিনি আরও লেখেন, 'আমি জানি তিনি তার জীবনের সবসময়ের শক্তি, সাহস আর ইতিবাচক মনোভাব নিয়ে এই পরিস্থিতি সামলাবেন। আমরা আশা করি তিনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।'
বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের ক্যানসারের গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।
আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রস্টেট ক্যান্সার আগ্রাসি হলে সেটিকে সর্বোচ্চ গ্রেড ৫ দেওয়া হয়। গ্লিসন স্কোর সর্বোচ্চ ১০ পর্যন্ত যেতে পারে, যা রোগের তীব্রতা বোঝায়। বাইডেনের গ্লিসন স্কোর ৯ বলে জানানো হয়েছে।
Comments