শব্দ আমার চেইন বা হেলমেট থেকে আসতে পারে: সৌম্য

soumya sarkar
সৌম্য সরকার। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সৌম্য সরকারকে টিভি আম্পায়ার নট আউট দেওয়া নিয়ে বিতর্ক চলমান। আল্ট্রা এজে স্পাইক দেখার পরও কেন তাকে নট আউট দেওয়া হলো তা বুঝতে পারছে না শ্রীলঙ্কা দল। তবে যাকে নিয়ে ঘটনা সেই সৌম্য বলছেন, তিনি আত্মবিশ্বাসী বল তার ব্যাটে লাগেনি। শব্দটা তার গলার চেইন বা হেলমেট থেকে আসতে পারে।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। এদিন লঙ্কানদের ১৬৫ রান টপকাতে গিয়ে লিটন দাসের সঙ্গে ভালো শুরু পান সৌম্য।

৩ ওভারে ২৮ আনার পর চতুর্থ ওভারে বিনুরা ফার্নান্দোর বলে পরাস্ত হন বাঁহাতি ব্যাটার। কট বিহাইন্ডের আবেদনে সহজে সাড়া দেন মাঠের আম্পায়ার গাজী সোহেলও। সৌম্য তাৎক্ষণিকভাবে রিভিউ নিলে টিভি আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্তের ভার। আল্ট্রা এজড প্রযুক্তিতে রিপ্লেতে দেখা যায় বল ও সৌম্যের ব্যাট কাছাকাছি, আছে স্পাইক। এমন দৃশ্য বড় পর্দায় দেখে হাঁটা ধরেছিলেন সৌম্য। কিন্তু সবাইকে অবাক করে মাসুদুর দেন নট আউটের সিদ্ধান্ত। স্টাম্প মাইকে তাকে বলতে শোনা যায়, 'স্পাইক থাকলেও বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার গ্যাপ আছে। কাজেই নট আউট।'

এই সিদ্ধান্তে হতাশা ও বিস্ময় প্রকাশ করে শ্রীলঙ্কা দল। মাঠের আম্পায়ারদের কাছে কারণ জানতে চায় তারা। ম্যাচ শেষে দলের সহকারি কোচ নাভিদ নেওয়াজও বলেছেন, ব্যাপারটা ম্যাচ রেফারির কাছে নিয়ে যাবেন তারা।

১৪ রানে বেঁচে গিয়ে ২৬ করেন সৌম্য। ২৮ রান থেকে জুটি বড় হয়ে ৬৮ রান পর্যন্ত যায়। আল্ট্রা এজে বল আর ব্যাট ছাড়া কাছাকাছি আর কিছু ছিলো না। একটা ফ্রেমে দেখা যায় বল ব্যাট পার হওয়ার পর স্পাইক। কিন্তু বল-ব্যাটের গ্যাপ বোঝা যায়নি। এ সময় একটি শব্দও পাওয়া যায়।

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে এই ব্যাপারে কথা বলেছেন সৌম্য। তার মতে বল ব্যাটে লাগেনি, শব্দটা অন্য কিছু থেকে এসেছে,  'আমি আত্মবিশ্বাসী ছিলাম, বল আমার ব্যাট লাগেনি। আম্পায়ার আউট দেওয়ার পর আমি সরাসরি রিভিউ নিয়েছি। হয়তোবা কোনো একটা শব্দ এসেছিল, আমার চেইন থেকে হতে পারে কিংবা হেলমেট থেকে হতে পারে। আত্মবিশ্বাসী থাকার কারণেই লিটনের কাছে জিজ্ঞাসা না করেই রিভিউ নেওয়া।'

আগের ম্যাচে ব্যর্থ হলেও ১৬৫ রান তাড়ায় লিটনের সঙ্গে এদিন উদ্বোধনী জুটিতে ভালো শুরু আনেন সৌম্য। তবে থিতু হয়েও ইনিংস শেষ করতে না পারার আক্ষেপ বোধ করছেন এই ব্যাটার,  'যদি শেষ করে আসতে পারতাম, বা আরও কিছুটা এগিয়ে দিতে পারতাম, ভালো লাগত। শুরুটা ভালো হয়েছিল, একটা ভুল করেছি। সামনে যেন এই ভুলটা না করি, সেদিকে মনোযোগ থাকবে।'

এদিন বল হাতেও ভালো করেছেন তিনি। এক ওভার বল করে ৫ রান দিয়ে আউট করেন বিপদজনক কুশল মেন্ডিসকে। নিয়মিত বল না করলেও বোলিংয়ের জন্য সব সময় প্রস্তুত থাকার কথা জানান সৌম্য,  'যখনই দলের প্রয়োজন হয় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। সুযোগ পেয়েছি আজ এক ওভার, চেষ্টা করেছি ভালো কিছু করার।'

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago