মৌলভীবাজারে ১৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, গোডাউন সিলগালা

জব্দ করা ভারতীয় চিনি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় চিনির একটি গোডাউন সিলগালা করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান উপজেলার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে ২৯০ বস্তা চিনি জব্দ করেন। ভারত থেকে কম দামে কিনে পাচার করে আনা এসব চিনি দেশে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী জনান, জব্দ করা চিনির বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।

স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে ভারত থেকে চিনি চোরাচালান করছিল। চক্রটি শুল্ক ফাঁকি দিয়ে কম দামে চিনি এনে নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রি করছিল।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, অভিযানকালে ঘটনাস্থলে কোনো ট্রাক পাওয়া যায়নি। তবে ২৯০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

17h ago