এবারের অস্কার বিজয়ীরা

অস্কার হাতে ওপেনহেইমার সিনেমার ডিরেক্টর এমা টমাস, পরিচালক ক্রিস্টোফার নোলান ও অপর ডিরেক্টর চার্লস র‍্যাভেন। ছবি: রয়টার্স
অস্কার হাতে ওপেনহেইমার সিনেমার প্রযোজক এমা টমাস, পরিচালক ক্রিস্টোফার নোলান ও অপর প্রযোজক চার্লস র‍্যাভেন। ছবি: রয়টার্স

আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' ছিল গত বছরের অন্যতম আলোচিত সিনেমা। গতকাল রোববার 'সেরা সিনেমা' সহ মোট সাতটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমা।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এবারের অস্কারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন জিমি কিমেল। বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওপেনহেইমার সিনেমাটি আগে গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারও জিতে নিয়েছে। অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পায় এই সিনেমা। ওপেনহেইমার বক্স অফিসে ৯৫৩ দশমিক আট মিলিয়ন ডলার আয় করে এবং দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসা পায়।

আয়ারল্যান্ডের অভিনেতা কিলিয়ান মারফি এই সিনেমায় তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহেইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার খেতাব জিতেছেন এবং সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান।

এটাই নোলানের প্রথম অস্কার। এর আগে ডার্ক নাইট ব্যাটম্যান ট্রিলজি, মেমেন্টো, ইনসেপশনের মতো দর্শকনন্দিত সিনেমা নির্মাণ করলেও এটাই তার প্রথম অস্কার জয়।

রবার্ট ডাউনি জুনিয়র, ডে’ভাইন জয় র‍্যান্ডলফ, এমা স্টোন ও কিলিয়ান মারফি। ছবি: রয়টার্স
রবার্ট ডাউনি জুনিয়র, ডে’ভাইন জয় র‍্যান্ডলফ, এমা স্টোন ও কিলিয়ান মারফি। ছবি: রয়টার্স

অস্কার গ্রহণ করার সময় নোলান উল্লেখ করেন, সিনেমার ব্যবসায় এখন প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে চলছে এবং এখনো এই শিল্প বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

'এই প্রক্রিয়ায় আমার একটি অর্থপূর্ণ ভূমিকা রয়েছে, এটা নিশ্চিত হতে পারাই আমার জন্য সবচেয়ে সেরা অর্জন', যোগ করেন তিনি।

সেরা অভিনেত্রীর খেতাব জেতেন এমা স্টোন। 'পুওর থিংস' সিনেমায় অভিনয় করে তিনি তার দ্বিতীয় অস্কার জেতেন। এর আগে ২০১৬ সালে 'লা লা ল্যান্ড' সিনেমার জন্য তিনি অস্কার পেয়েছিলেন।

এক নজরে অস্কার:

সেরা অভিনেতা:  কিলিয়ার মারফি (ওপেনহেইমার)

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা পরিচালক:  ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)

সেরা সিনেমা: ওপেনহেইমার

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: ডে'ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা অভিনেতা কিলিয়ান মারফি। ছবি: রয়টার্স
সেরা অভিনেতা কিলিয়ান মারফি। ছবি: রয়টার্স
  • সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)
  • সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন)
  • সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি)
  • সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
  • সেরা চিত্রগ্রহণ: হয়তে ফন হয়তেমা (ওপেনহেইমার)
  • সেরা পোশাক পরিকল্পনা: পুওর থিংস (হলি ওয়াডিংটন)
সেরা অভিনেত্রী এমা স্টোন। ছবি: রয়টার্স
সেরা অভিনেত্রী এমা স্টোন। ছবি: রয়টার্স
  • সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেইস ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন)
  • সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স)
  • সেরা চলচ্চিত্র সম্পাদনা: ওপেনহেইমার (জেনিফার লেম)
  • সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: পুওর থিংস (নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার)
  • সেরা মৌলিক আবহসংগীত: লুদভিগ গোরানসন (ওপেনহেইমার)
  • সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকার ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও'কনেল, সিনেমা: বার্বি)
সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান। ছবি: রয়টার্স
সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান। ছবি: রয়টার্স
  • সেরা শিল্প নির্দেশনা: পুওর থিংস (জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক)
  • সেরা শব্দ: দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স)
  • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান (তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা)
  • সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (ওয়েস অ্যান্ডারসন, স্টিভেন রালস)
  • সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো (ডেভ মালিন্স, ব্র্যাড বুকার)
  • সম্মানসূচক অস্কার: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, মার্কিন কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন
  • জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড: সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটার।
সেরা সিনেমা ওপেনহেইমার। ছবি: রয়টার্স
সেরা সিনেমা ওপেনহেইমার। ছবি: রয়টার্স

 

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago