হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা ভবনে আগুন

আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।  

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

37m ago