রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতের হামলায় আনসারসহ ৫ নিরাপত্তারক্ষী আহত

২ শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ৫০-৬০ জনের সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে বন্দুকধারীরা গেটে থাকা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায়। আনসার সদস্যরা নিরাপত্তা বাহিনীর আহ্বানে ছুটে গেলে ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা চালায়। এতে দুই আনসার সদস্যসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ডাকাতরা ডাকাতি করতে গেছে—এমন খবর পেয়েছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago