টাঙ্গাইলে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ২

সড়ক দুর্ঘচনা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টশন এলাকা থেকে র‌্যাব পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে মাইক্রোবাসে ওঠায় দুর্বৃত্তরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠে ব্যবসায়ীর কাছে ১২ লাখ টাকা দাবি করে তারা। দাবির প্রেক্ষিতে তাদের টাকা দেওয়া হয়। এক পর্যায়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তারা অপহরণকারীদের মধ্যে দুজনকে আটক করতে পারেন এবং তাদের গণপিটুনি দেওয়া হয়। এ সময় বাকি দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।   

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটকদের পরিচয় পরে জানা যাবে। তাদের কাছ থেকে নকল পিস্তল, ওয়াকিটকি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।'

আটক দুজনকে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago