কেএনএফের ‘অন্যতম প্রধান সমন্বয়ক’ চেওসিম বম গ্রেপ্তার

বান্দরবানে কেএনএফ সমন্বয়কারী গ্রেফতার
গ্রেপ্তার চেওসিম বম। ছবি: মংসিং হাই মারমা/স্টার

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির 'অন্যতম প্রধান সমন্বয়ক' চেওসিম বমকে (৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।

গ্রেপ্তারকৃত চেওসিম বম বান্দরবানের সুয়ালক ইউপির ৬নং ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল কুম বমের ছেলে।

এইচএম সাজ্জাদ বলেন, 'চেওসিম বম কেএনএফ সন্ত্রাসী সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সংগঠনটির প্রধান নাথান বমের সঙ্গে তার আত্মীয়তা রয়েছে।'

তিনি বলেন, 'চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রাহক এবং জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কিয়ার জঙ্গি নেতা শামীম মাহফুজ ও নাথান বমের সঙ্গে অর্থের বিনিময়ে অস্ত্র প্রশিক্ষণ চুক্তির মূল সমন্বয়কারী। ওই চুক্তি হয়েছিল শ্যারণ পাড়ায় এই চেওসিম বমের বাড়িতে।'

চেওসিম বমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর বাড়িতে তল্লাশি করে একটি এয়ার গান উদ্ধার করা হয় বলে জানান লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

54m ago