ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩

সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে
ফরিদপুরের কানাইপুরে আজ সকালে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদর থানার কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন শিশু ও সাত জন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম দ্য ডেইলি স্টারকে জানান, এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান ডেইলি স্টারকে বলেন, নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

পুলিশ জানায়, কানাইপুরের তেতুলতলা কুদ্দুস মিয়ার ইটভাটার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে আজ সকালে এ ঘটনা ঘটে। এসময় চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গাগামী ইউনিক পরিবহনের বাস ও মাগুরা থেকে ফরিদপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ৬/৭ জন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠানো হয়।

ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালায়। ঘটনাস্থল থেকে ১১টি মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Developed countries failed to fulfill commitments on climate change: PM

Prime Minister Sheikh Hasina today expressed frustration that the developed countries are not fulfilling their commitments on climate change issues

1h ago