চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন সৌম্য

Soumya Sarkar
অনুশীলনের ফাঁকে সতীর্থদের আড্ডায় সৌম্য সরকার। ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সৌম্য সরকার। এই চোটে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারছিলেন না তিনি। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সৌম্যকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। থ্রো ডাউনে আধঘন্টার মতন ব্যাট করেছেন, এছাড়া মূল মাঠে পুরোদমে রানিং করেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগের সূত্রে জানা গেছে, সৌম্যর উন্নতি বেশ আশাব্যঞ্জক। এখন পুরোপুরি সেরে উঠেছেন তিনি। ম্যাচ ফিটনেসের জন্য আরও কিছুটা সময় দরকার। আসছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য সৌম্য পুরোপুরি প্রস্তুত আছেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ডে তিনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়।

litton das
ব্যাটিং অনুশীলন শেষে ফুরফুরে লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

গত ১৮ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা খেয়ে হাঁটুতে চোট পান সৌম্য। ওই সময় তা ঘাড়েও আঘাত লাগে বলে কনকাশন বদলি নেয় বাংলাদেশ। এরপর থেকেই পুনর্বাসনের মধ্যে আছেন তিনি।

এদিন ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিটন দাসও। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেননি তিনি। আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, সুপার লিগ থেকে খেলতে চান লিটন, আপাতত বিশ্রামে থাকবেন তিনি।

মঙ্গলবার লিটনকে মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। প্রায় ঘণ্টা দেড়েক অনুশীলন করে বেরিয়ে যান ডানহাতি ব্যাটার। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ডে আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে লিটনকে।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago