হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলা

পরীমনিকে ২৬ মে আদালতে তলব

পরীমনিকে আদালতে তলব
পরীমনি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর, হুমকি ও হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ দুইজনকে আগামী ২৬ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দেন।

এই মামলায় অপর অভিযুক্ত পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ওরফে জিমিকেও আদালতে হাজির হতে বলা হয়েছে।

এই দুইজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় অপর অভিযুক্ত ফাতেমা-তুজ-জান্নাত বনিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত ১৮ মার্চ ঢাকা জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ৬ জুলাই ঢাকা বোট ক্লাবের নির্বাহী ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

Comments