নির্বাচিত মিশা-ডিপজল সম্পর্কে যা বললেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ও বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, 'স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের উপস্থিতিতে একদিনের জন্য আমাদের প্রাণের জায়গা এফডিসি মুখরিত হয়ে উঠেছিল।'

তিনি বলেন, 'আগামীতে এফডিসির ফ্লোরগুলো সিনেমার কাজে আলোকিত হয়ে উঠবে। আমি নবনির্বাচিত মিশা সওদাগর ও ডিপজলের প্রতি আহ্বান জানাবো, তাদের নেতৃত্বে নির্বাচিত এই কমিটি কে জিতেছে, কে হেরেছে সেই প্রশ্নে না গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাবেন।'

তিনি আরও বলেন, 'গত দুবছর নেতৃত্বে থেকে কতটা করতে পেরেছি সেই প্রশ্নে না গিয়ে বলবো, যে আবেগ ও অনুভূতি নিয়ে শিল্পীরা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছিলেন সেই জায়গাটা আমি হৃদয় দিয়ে অনুভব করি। নেতৃত্বে না থাকলেও নবনির্বাচিত নেতাদের পাশে আছি।'

'এই চলচ্চিত্র থেকেই আমি দেশের মানুষের ভালোবাসা পেয়ে সাফল্য পেয়েছি। বিশ্বাস করি, আমাদের গৌরব, আমাদের অহংকার চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাবেন,' যোগ করেন ইলিয়াস কাঞ্চন।

 

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago