বাগেরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাগেরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বাগেরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার চিত্র (বাম থেকে) | ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলা ও ময়মনসিংহের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। পৃথক এই দুর্ঘটনায় অন্তত ছয়জন।

আজ শনিবার সকালে চার ঘণ্টার ব্যবধানে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১১টার দিকে আলালপুর এলাকায় শেরপুরগামী একটি বাস সিএনজিচালিত ময়মনসিংহমুখী অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।'

তিনি বলেন, 'এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

'এখনো নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি,' বলেন মাঈনুদ্দিন।

তিনি আরও জানান, 'আমরা ট্রাক ও অটোরিকশা জব্দ করেছি। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।'

এদিন সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার ডেইলি স্টারকে বলেন, 'মোংলাগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী মো. সাঈদ মোড়ল (৪৫) নিহত হন। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরেক যাত্রী আজাদ মোড়ল (৩৫) ও ভ্যানচালক মোহাম্মদ মনিকে (৪৫) মৃত ঘোষণা করেন। তাদের সবার বাড়ি উপজেলার ঝনঝনিয়া এলাকায়।'

বাবুল আরও বলেন, 'কাটাখালী হাইওয়ে পুলিশ ট্রাকচালককে আটক করেছে। আলামত হিসেবে ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'

Comments

The Daily Star  | English

No election before trial of AL: NCP

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

5h ago