ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ২৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরায়েলের আকাশে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ছবি: এক্স থেকে সংগৃহীত/টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের আকাশে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ছবি: এক্স থেকে সংগৃহীত/টাইমস অব ইসরায়েল

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে শনিবার ড্রোন ও গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ সদস্যসহ তিন জন নিহত হলে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবানন থেকে অন্তত ২৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলের খোলা জায়গায় আঘাত হেনেছে।

মেরন পর্বতের আশেপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে আইডিএফ।

অপরদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা 'বিস্ফোরক ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দপ্তরে ও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটেলিয়নের কিছু সদস্যের ওপর হামলা চালিয়েছে।' 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আয়রন ডোম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্যের সঙ্গে লেবানন থেকে আসা এই হামলা প্রতিরোধ করেছে।

তারা আরও জানায়, 'হামলার উৎসে' পাল্টা হামলা চালানো হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা পরবর্তীতে জানিয়েছে, স্রেবিন গ্রামের এক বাড়িতে ইসরায়েলি বিমানহামলায় ১১ জন আহত হয়েছেন। এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ লেবাননের শেবা অঞ্চলে ইসরায়েলি বিমানহামলায় এই বাড়িটি ধ্বংস হয়। ছবি: এএফপি
দক্ষিণ লেবাননের শেবা অঞ্চলে ইসরায়েলি বিমানহামলায় এই বাড়িটি ধ্বংস হয়। ছবি: এএফপি

এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান 'দক্ষিণ লেবাননের কুইজাহ অঞ্চলে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে আঘাত করেছে।'

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস হামলা চালানোর পর থেক ইসরায়েল গাজায় নির্বিচারে পাল্টা হামলা চালাচ্ছে।

সে সময় থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা-পাল্টা হামলা চালায়। 

শনিবারের ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহতের পর সংগঠনটি শোক প্রকাশ করে জানিয়েছে, তারা 'জেরুজালেমের পথে শহীদ হয়েছেন।'

সাধারণত ইসরায়েলি সেনার হাতে নিহত যোদ্ধাদের স্মরণে হিজবুল্লাহ এই বক্তব্য দিয়ে থাকে।

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে তেহরানের কনসুলেটে ইসরায়েলি বোমা হামলার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে হামলার তীব্রতা বাড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago