উত্তর-পশ্চিমাঞ্চল, ময়মনসিংহগামী ট্রেনে শিডিউল বিপর্যয়

গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষের পর আজ উত্তর-পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা দেয়। ছবি: স্টার

গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষের কারণ একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের শিডিউল ভেঙে পড়েছে।

প্রতিটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, গতকাল জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয় লাইনটি পুনরুদ্ধার করতে না পারায় উত্তর-পশ্চিম রুটের ট্রেনগুলো জয়দেবপুরে সিঙ্গেল লাইন ব্যবহার করছে।

তিনি বলেন, আজকের মধ্যে দ্বিতীয় লাইন পুনঃস্থাপনের বিষয়ে তারা আশাবাদী।

দুপুর ২টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন পরিদর্শনকালে এই সংবাদদাতা দেখেন বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

রংপুর এক্সপ্রেসের এক যাত্রী রুমানা আক্তারের সঙ্গে কথা হয়। তিনি জানান, সকাল ৯টার ট্রেন ধরার জন্য সকাল সাড়ে ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন তিনি। তবে দুপুর আড়াইটাতেও ট্রেন পাননি। এই তীব্র গরমে ভীষণ কষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago