৪১৫ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বিজি৩৩০১ ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে।

প্রথম হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আজ ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে বিমান। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিমান, ধর্ম মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতারা।

হজ শুরুর আগে ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত মোট ১১৬টি এবং হজ শেষে হাজীদের ফিরিয়ে আনতে ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ১২৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

Comments

The Daily Star  | English
potato varieties developed in bangladesh

Potato paradox

Despite bumper harvests, Bangladesh's potato exports are held back by poor variety selection

13h ago