ভোট কারচুপির অভিযোগ: এমপি আবদুর রশীদের জবাব চাইলেন হাইকোর্ট

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মামলায় চার সপ্তাহের মধ্যে এমপি আবদুর রশীদের জবাব চেয়েছেন হাইকোর্ট।
সমন্বয়কদের খাওয়ানোর ছবি
হাইকোর্ট। ফাইল ছবি স্টার

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মামলায় চার সপ্তাহের মধ্যে এমপি আবদুর রশীদের জবাব চেয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি ফাতেমা নাজিব (এনেক্স ২৪) এ আদেশ দেন।

মামলার বাদী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদের বিরুদ্ধে হলফনামায় সম্পদসহ বিভিন্ন তথ্য গোপন এবং ভোট জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেন।

রোববার আদালতে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দিতে আট সপ্তাহ সময় প্রার্থনা করেন এমপি আবদুর রশীদ। আদালত চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের আদেশ দেন। আগামী ১২ জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খোরশেদ আলম খান। বিবাদীপক্ষে ছিলেন সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ও অ্যাডভোকেট সাঈদ হোসেন রাজা।

এডভোকেট খোরশেদ আলম খান বলেন, মামলায় জামালপুর-৪ আসন শূন্য ঘোষণার আবেদন জানানো হয়েছে। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিবাদীপক্ষকে জবাব দিতে চার সপ্তাহের সময় দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Interest payments surpass Tk 100,000cr for first time

The government’s interest payments against foreign loans surged 24.5 percent in fiscal year 2023-24, exceeding the Tk 100,000 crore mark for the first time in history, thanks to higher borrowing costs for loans from both domestic and foreign sources.

13h ago